পাতা:ঈশাচরিতামৃত.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জেৰ শালমে প্রবেশ । ~= >9ళc= বিবিধ কথা প্রসঙ্গে ক্রমে যান্ত্রিদল জেরিকে নামক স্থানে গিয়া উপস্থিত হইলেন। পথপার্ধে এক অন্ধ ভিক্ষুক বসিয়াছিল, যিশুর আগমন বার্তা শুনিয়া সে চীৎকার রবে বলিতে লাগিল, “ হে ঘিণ্ড, দাউদের পুত্র, আমাকে দয়া কর।” সহচরগণ তাহাকে ধমক দেওয়ায় সে আরো চেচাইতে লাগিল। ঘিণ্ড গমনে ক্ষান্ত হইয়া বলিলেন, উহাকে ডাকিয়া আন। ইঞ্জিত মাত্র সে অন্ধ অঙ্গের বস্ত্রাদি ফেলিয়া একবারে দৌড়িয় তাহার নিকটে আসিল। যিশু বলিলেন, “তুমি কি চাও?" সে বলিল “প্ৰভু আমাকে দৃষ্টিশক্তি দান কর।” যিশু বলিলেন, “চলিয়া যাও ! তোমার বিশ্বাস তোমাকে আরোগ্য দান করিয়াছে।” অন্ধ চক্ষু পাইয়া তাহার সঙ্গ ধরিল। ফিণ্ড সদলবলে যখন নগর সমীপে অলিভ পৰ্ব্বতস্থ বেথুফেজ এবং বেথানি গ্রামের নিকট আসিয়া পৌছছিলেন, তখন দুই জন শিষ্যকে অমুমতি করিলেন, সন্মুখস্থ ঐ গ্রামে যাও, এবং এমন একটি নবীন গর্দভ লইয়া আইস যাহার উপর কেহ কখন আরূঢ় হয় নাই। শিষ্যদ্বয় তৎক্ষণাৎ এক গর্দভ আনিল এবং আপনাদের গাত্রবসন বিছাইয়৷ তদুপরি মেরীননানকে উপবেশন করাইল। গৰ্দ্দভের উপর আরোহণ করিয়া রাজবেশে যিশু জেরুশালমাভিমুখে চলিতে লাগিলেন। শিষ্যগণ কেহ পথিমধ্যে অঙ্গের বসন বিছাইয়া দিতেছে, কেহ কেহ খঞ্জুর এবং তালবৃক্ষের শাখা হস্তে ধারণ পূর্বক অগ্র পাশ্চাতে চলিতেছে, কেহ বা জয়ধ্বনি সংকারে বলিতেছে, “ ধন্য ধন্য তিনি যিনি ঈশ্বরের নামে আগমন করিতেছেন। স্বৰ্গলোকে শাস্তি ও মহিমা বিরাজিত হউক!" কেহ বলিতেছে, ইস্রায়েলদিগের রাজা আসিলেন। ইহা শ্রবণে কোন ফিরুণী মহা বিরক্ত হইয়া বলিল, “ তুমি ইহাদিগের মুখ বন্ধ করিয়া দাও না! শুনিতেছ না! লোকে কি সব কথা বলিতেছে ? " যিশু বলিলেন, “উহাদের মুখ ৰন্ধ করিয়া দিলে কি হইবে ।