পাতা:ঈশাচরিতামৃত.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার্থ ও মেরী। ৎি যে তিন কি সাড়ে তিন বৎসর কাল প্রচার কার্ঘ্যে ব্ৰতী ছিলেন তাহার অধিকাংশ সময় গালি প্রদেশে গত হয় ; অবশিষ্ট কাল তিনি জুডিয়া দেশে জড়িবাহিত করেন। কিন্তু এই শেষ ভাগের জীবন বিবিধ গুরুতর ঘটনায় পরিপূর্ণ। এ সমস্ত ঘটনা যে মিতাভ অল্প কালব্যাপী তাহ। বোধ হয় না। জুডিয়ার কার্য্যবিবরণ সমুদায় এক মাত্রার কি দুই তিন বারের তৎসম্বন্ধে মতভেদ আছে। ইহা অসম্ভব মহে যে মধ্যে মধ্যে তিনি তথায় গিয়া লোকের অত্যাচার ভয়ে পুনরায় স্থানান্তরে চলিয়। যাইতেন। কিন্তু এ কথা প্রথম তিন গ্রন্থে পাওয়া যায় না। যাহা হউক, তিনি যে নিস্তার পর্বের কিছু দিন পূৰ্ব্বে ঐ দেশে গিয়াছিলেন তাহাতে সন্দেহ নাই। এ অঞ্চলের অধিকাংশ ঘটনা জেরুশালমে সংঘটিত হয়। মধ্যে মধ্যে তথায় যাইভেন এবং শক্ৰকুলের সম্মুখে স্বমত প্রচার করিয়া নগরপ্রান্তবর্তী পল্লিতে রাত্রি বাস করিতেন। বেথানী গ্রামে মার্থ ও মেরী নামে দুই ভগ্নী ছিল, তাহারা পিণ্ডকে অতিশয় ভক্তি করিত এবং ভাল বাসিত । ইহাদের গৃহে তিনি সচরাচর শয়ন ভোজন করিতেন। মেরী বড় ভক্তিমতী ছিল, সে যিশুর ক্রমুখবিগলিত অমৃত বচন শুনিবার জন্য নিতান্ত উৎসুক হইয় তাহার পদতলে বসিয়া থাকিত । একদা যিশু উহাদের বাড়ীতে উপস্থিত হইলে মার্থ ব্যস্ত সমস্ত হইয়া আহারাদির আয়োজন করিতে লাগিল, কিন্তু মেরীর আর অন্য কোন দিকে মন নাই, সে প্রভুর পদপ্রান্তে বসিয়া একাত্ত চিত্তে কেবল তত্ব কথা শুনিবার নিমিত্ত চুপ করিয়া বসিয়া রছিল। গুরুদেবের সেবা অপেক্ষা তাহার মধুরবাণী শ্রবণে সে অধিক অনুরাগিণী ছিল। মার্থ একাকিনী নানা কাৰ্য্য করিতেছে আর মেরীর উপর বিরক্ত হইতেছে। পরিশেষে আর সহ্য করিতে না পারিয়া সে সিণ্ডর নিকট অভিযোগ করিল যে, দেখুন