8b- ঈশাচরিতামৃত । স্বায় না। ই ব্যক্তির কথা ভিনি কেন উল্লেখ করিতেন ? “পিতা জামা জপেক্ষ মহৎ" এ কথারইবা অর্থ কি ? দুই জনে আমরা এক, জর্থাৎ ভাৰ রুচি ইচ্ছা সঙ্কল্প মঙ্গলাভিপ্রায়ে উভয়ে অভেদ। “এক” অর্থে এখানে একতা. অথচ ব্যক্তিত্বের পার্থক্য আছে, ইহা বুঝিলেই আর কোন গোলযোগ ঘটে না। এ ভাবতে আমরা সহজজ্ঞানেই বুঝিঙে পারি। জেরুশালম নগরে যিশুর দুই জন মাত্র বন্ধু ছিল, তাহারা উভয়েই উচ্চপদস্থ, সন্ত্রাস্ত লোক। ইহার মধ্যে নিকোডিমাস, নামক ষে ব্যক্তি রাত্রি কালে গোপনে তাহার সঙ্গে সাক্ষাৎ করিড, সে বলিল, “পণ্ডিত মহাশয় । আপনি সভ্যই ঈশ্বরনিয়োজিত আচাৰ্য্য, ভগবান সহায় না হইলে কি এরূপ অদ্ভুত কার্ধ্য সম্ভব হয় " যিশু বলিলেন, “মনুষ্য পুনৰ্ব্বার জন্মগ্রহণ না করিলে কখনই সে স্বৰ্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে না।” নিকোডিমাস, বলিল, “ভাহা কিরূপে ঘটিবে ? মনুষ্য পরিণত বয়স্ক হইয়৷ কি দ্বিতীয় বার মাতৃগর্ভে জন্ম গ্রহণ করিবে ?” যিশু বলিলেন, “সেরূপ নহে, মনুষ্য দ্বিজাত্মা হইবে, অর্থাৎ আধ্যাক্সিক জন্ম লাভ করিবে । ইহাতে বিস্ময়াপন্ন হইও না, নিশ্চয় তোমাদিগকে পুনৰ্ব্বার জন্মগ্রহণ করিতে হইবে। বায়ু যথা ইচ্ছা বহমান হয় তুমি কেবল তাহার শব্দ শ্রবণ কর, কিন্তু কোথা হইতে সেই বায়ু আসিতেছে এবং কোথা যাইতেছে তাহ বলিতে পার না ; পরমাত্মজাত প্রত্যেক ব্যক্তি এইরূপ " নিকোডিমাস, কহিল তাহাই বা কিরূপে হইবে ?” যিশু বলিলেন, “তুমি এত বড় এক জন প্রধান ব্যক্তি হইয়। ইহা বুঝিতে পারিলে না ? আমি সভ্য করিয়া কহিতেছি, যে বিষয় আমরা জানি তাহাই বলি, এবং যাহা দেখিয়াছি তাহাই সপ্রমাণ করি ; কিন্তু তোমরা সে প্রমাণ গ্ৰহণ করিতেছ না। পার্থিব বিষয় বলিলে তাহাতে যদি বিশ্বাস না কর, তবে স্বৰ্গীয় বিষয়ে কিরূপে বিশ্বাস করিবে ? স্বৰ্গ হইতে যে অবতরণ করিয়াছে সে ভিন্ন কেহই স্বৰ্গারোহণ করিতে পারে না । ঈশ্বর পৃথিবীকে ভাল বাসিয়া আপনার একমাত্র প্রিয় সস্তানকে তাহার নিকট পাঠাইলেন। কাহাকেও দণ্ড দিবার জন্য নহে, কিন্তু পরিত্ৰাণ দিবার জন্য পাঠাইলেন। র্তাহাকে যে বিশ্বাস করিয়াছে সে দণ্ডাহা হইবে না। কিন্তু ষে বিশ্বাস করে নাই সে ইতিপূর্বেই দণ্ডাহু হইয়াছে।
পাতা:ঈশাচরিতামৃত.djvu/৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।