পাতা:ঈশাচরিতামৃত.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬০ ঈশাচরিতামৃত। ডুবিয়া যাইতে লাগিল; সুতরাং উহার ব্যাকুলতার আর সীমা রহিল না। সে দিনের কার্ষ্য সমাধা করিয়৷ মনির হইতে চলিয়। যাইতে উদ্যত হইয়াছেন এমন সময় সহচরবৃন্দ মন্দিরের আশ্চৰ্য্য কারুকাৰ্য্য এবং গঠন প্রণালী দর্শনে মোহিত হইয়া তাহাকে বলিতে লাগিল, “আহা দেখুন দেখুন কেমন মুনীর মন্দির।” বস্তুতঃ জেরুশালমের দেবমন্দির অতীব সৌন্দৰ্য্যশালী ছিল। যিশু বলিলেন, “এ সকল তোমরা কি দেখিণ্ডেছ ? আমি সত্য সত্য বলিতেছি, এ সমস্ত ভূতলশায়ী হইবে। এখানে এক খানি পাথরের উপর আর এক খানি পাথর থাকিবে না।” য়িহদীধর্মের জীবনীশক্তি চলিয়া গিয়াছে, কেবল ডাহার পাপদৃতি বাহ্য আকার শবদেহের ন্যায় স্থিতি করিড়েছে, সুতরাং উহা নিশ্চয় অচিরে ভূমিসাৎ হইবে যিশু ইহা দিব্যজ্ঞানে স্পষ্ট বুঝিতে পারিলেন। এখানে মন্দিরের পতন অর্থে জাতীয় ধৰ্ম্ম এবং পার্থিব গৌরবের ধ্বংস বুঝিতে হইবে। খ্ৰীষ্টাম্বের সত্তর বৎসর গত হইতে না হইতে বাস্তবিকও তাঁহাই ঘটিয়াছিল। রোমীয় সেনাপতি টিটাস্ যখন নগর অধিকার করিলেন তখন সৈন্যদিগকে তিনি আজ্ঞা দিলেন যে সমস্ত নগর এবং দেবনির চূর্ণ করিয়া কেল। তাহার আদেশে উক্ত স্থানের যাবতীয় প্রাচীন কীর্তি স্তম্ভ একবারে সমভূমি । হইয়া যায়। ।