পাতা:ঈশাচরিতামৃত.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশাচরিতামৃত। && छांशद्र बरब्रव्र गरज बांशैब डिज्रब cशन, बांब बच श्रेन, उ४म बूकिशैत्रा **ीक कूयांग्रैौ अॉनिब्बी वांद्र फेक्षाप्लेष्मञ्च जना कांकूउिश्मिडि चांबछ रुब्रिन । গৃহস্বামী বলিলেন, “কে ভোমরা ? আমি তোমাদিগকে চিনি না”। এই জন্য বলিড়েছি, তোমরা সতর্ক হইয়া থাক । , “একদা কোন ব্যক্তি দূরদেশ যাত্রাকালে স্বীয় দালবৰ্গকে দশ দশটি স্বর্ণমুদ্রা প্রদানপূর্বক বলিয়া দিলেন, ইহা দ্বারা ব্যবসায় করিবে। কিছু কাল পরে যখন তিনি দেশে ফিরিয়া আসিলেন, তখন উহাদিগকে ডাকিয়া প্রত্যেককে জিজ্ঞাসা করিলেন কে কেমন ব্যবসায় করিয়াছ ভাস্থার হিসাব দাও । প্রথম কহিল, ‘প্রভু, আপনার দশ মুদ্রাতে আমি আর দশ মুদ্রণ বৃদ্ধি করিয়াছি। প্ৰভু তাহার প্রতি সন্তুষ্ট হইয়। বলিলেন, ‘তুমি ধন্য! কারণ ভূমি অতি জয় বিষয়ে বিশ্বস্ত হইলে, তোমাকে আমি দশ নগরের উপর কর্তৃত্ব ভার দিলাম। দ্বিতীয় দাস কহিল, ‘প্রভু, আমি মূলধনের উপর পাচ মুদ্র লাভ করিয়াছি।’ প্ৰভু তাহার হস্তেও পাচ নগরের শাসনভার অর্পণ করিলেন। তৃতীয় ব্যক্তি বলিল, প্রভু, এই দেখ তোমার টাকা । যেমন দিয়াছিলে তেমনি আমি ইহা গামছায় বাধিয়া তুলিয়। রাখিয়াছি। কারণ আমি জানি, তুমি বড় শক্ত লোক ; যেখানে তুমি কিছু রাখ নাই সেখান হইতেও সংগ্ৰহ করিতে চাও, এবং যেখানে বপন কর না সেখানে শস্য কৰ্ত্তন করিয়া থাক, এই জন্য আমি তোমাকে বড় ভয় করি। তাহার ঈদৃশ বাক্য শ্রবণে প্ৰভু রাগান্ধ হইয়া বলিলেন, ‘রে তুষ্ট অলস ! তোমার নিজ মুখের প্রমাণেই আমি তোমার বিচার করিব। আমি এমন শক্ত লোক যদি জান, তবে বণিকের নিকট কেন টাকা গচ্ছিত রাখিলে না ? তাহ হইলে আমি শুদ সমেত তাহ আদায় করিতাম। পরে তিনি ভূতাকে আদেশ করিলেন, "ইহার নিকট হইতে ঐ মুদ্র লইয়া যাহার দশটি আছে তাহাকে উহ। দাও। যাহার আছে তাহাকে দেওয়া হইবে, যাহার মাই তাহার যাহা আছে তাহাও লওয়া হইবে।” অনন্তর যিশু বলিলেন, “মনুষ্যপুত্র যখন স্বর্গদূতদিগের সঙ্গে আসিয়া গৌরবের সিংহাসনে বসিবেন তখন তাহার সম্মুখে সকল জাতীয় লোক একত্রিত হইৰে । রাখাল যেমন ছাগ হইতে মেযদিগকে পৃথক করে,