পাতা:ঈশাচরিতামৃত.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

업이 ঈশাচরিতামৃত। করিয়াছে। দরিত্রসেবা তোমরা চিরকালই করিতে পারিখে, কিন্তু আমাকেত চিরকাল পাইবে না । এই নারী তৈল স্বারা আমার চরম কালের কার্ষ্য সমাধা করিয়া রাখিল । বাস্তবিক আমি তোমাদিগকে বলিতেছি, পৃথিবীর যে কোন স্থানে এই বিধান প্রচারিত হইবে তৎসঙ্গে মেরীর এই কাৰ্য্যও চিরস্মরণীয় হইয়া থাকিবে।” মৃত্যুকাল সন্নিকট জানিয়া যিশু সকরুণ অস্তরে এই কথা বলিলেন। তিনি দীনজনের বন্ধু, দরিদ্রকে কেমন করিয়া ভাল বাসিতে হয় তাহা ভালই জানিতেন, কিন্তু তাহার চরমক্রিয়ার জন্য মেরী যে মূল্যবান সামগ্ৰী ব্যয় করিল তাহা তদপেক্ষ মহৎ কাৰ্য্য বলিয়। তিনি গ্রহণ করিলেন। “দুঃখীদিগকে তোমরা সৰ্ব্বদাই পাইবে, কিন্তু আমি আরডে তোমাদের সঙ্গে চিরকাল থাকিতে আলি নাই!” এই মৰ্ম্মভেদী বাক্য অদ্যাবধি পাষাণ হৃদয়কে বিগলিত করিতেছে । জগ তের প্রাণ, কাঙ্গালের সখ যিশু শক্রহস্তে আত্ম সমর্পণের জন্য প্রস্তুত হইতেছেন এ সময় সামান্য এক পাত্র স্ববাসিত ভৈল ব্যয় কি অবিবেচনার কাৰ্য্য হইল ? হায়! মূঢ়মতি জুড়, তোর হৃদয় কি এতই কঠিন! অথবা তুই এ নিদারুণ কথা না বলিলে প্রাণাধিক যিশুর মুখ হইতে এমন সকরুণ বচন নিঃস্থত হইত না, এবং তাঁহা স্মরণ করিয়া আজ জগদ্বাণী নরনারী অশ্রু বর্ষণ করিত না । ভাবের ভাবুক, ব্যথার ব্যর্থী কোন সহৃদয় বন্ধু না পাইয়। তিনি হায়! আপনার জন্য আপনিই শোক প্রকাশ করিলেন । এই ভৈলাভিষিক্ত যে তাহার সমাধি প্রবেশের পূর্বক্রিয় তাহ এখন আমরা বুৰিয়া শোকার্ড হইতেছি, কিন্তু তৎকালে ইহা তিনি ভিন্ন আর কেছ জানিতে পারিয়াছিল কি না সন্দেহ। মেরী কোন অলৌকিক শক্তি কর্তৃক নীত হইয়। এই কাৰ্য্য সম্পাদন করিল তাহা সেই জানে। অচলা গুরুভক্তিই তাহাকে এ কার্ধ্যে প্রবৃত্ত করিয়াছিল সন্দেহ নাই । ধন্য। সেই নারী ! কেন না লোকপাবন যিশুর নামের সঙ্গে সঙ্গে তাহারও নাম চিরস্মরণীয় হইয়া রহিল । মেরীকে যাহার, ধমক্‌ দিয়াছিল তাছার মধ্যে জুড় মহাপাতকী সকলের প্রধান। ইতিপূর্বেই তাহার চিত্তবিকার উপস্থিত হয়, এই ঘটনা উপলক্ষে সেই ভাব প্রকাশ হইয়া পড়িল। দুঃখীদিগের সেবায় উহা ব্যয়