যিশু গালিল পরিত্যাগ করিয়া জুডিয়ার অভিমুখে চলিলেন ; জন্মের মত জন্মভূমির নিকট বিদায় লইলেন। আগে পাছে সহচর ও শিষ্যগণ, যেন মহাবীর সন্মুখসমরে বহির্গত হইল। পৌত্তলিকদিগের পরিত্রাণের জন্য র্তাহার হৃদয় ইতঃপূর্বেই ব্যাকুল হইয়াছিল, এক্ষণে তাহ চরিতার্থের এক উৎকৃষ্ট সুযোগ পাইলেন। গালিল হইতে জুডিয়া যাইবার পথে সামেরিয়া নামে এক ক্ষুদ্র দেশ আছে, উহা পৌত্তলিকদিগের আবাস স্থান। ধৰ্ম্মাভিমানী য়িহুদী জাতির সহিত ইহাদের আহার ব্যবহার ছিল না কেবল তাহা নহে, উভয়ে কেহ কাহার ছায়া স্পর্শ করিত না। কিন্তু সামেরিটানবাসীরা বড় দয়ালুম্বভাব ছিল । মেরীতনয় জগ্রে কয়েক জন শিষ্যকে এই দেশে প্রেরণ করেন। তাহার এক স্থানে পৌঁছিয়া গুরুদেবের অবস্থিতির জন্য চেষ্টা করিতে লাগিল, কিন্তু অধিবাসিগণ তাহাতে সক্ষত হইল না। জেমস্ এবং জন এজন্য অপমানিত হইয়া যিশুকে বলিয়াছিলেন, “প্ৰভু, আপনি যদি আজ্ঞা করেন, তাহা হইলে ভবিষ্যদ্বক্ত৷ ইলায়াস্ যেমন করি য়াছিলেন তেমনি আমরা আদেশ করি, স্বৰ্গ হইতে অগ্নি বর্ধিত হইয়া উহাদিগকে ধ্বংস করিয়া ফেলুক।” ষিজ তাহাদিগকে তিরস্কার করিয়া বলেন, “তোমরা জান না তোমরা কি প্রকৃতির মনুষ্য। মমুয্যপুত্র লোকের জীবন নাশ করিতে আসেন নাই, তাহ রক্ষা করিতে আসিয়াছেন।”
পাতা:ঈশাচরিতামৃত.djvu/৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।