এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ঈশাচরিতামৃত । ৭৩ গঠিত হইবে না, প্রাচীন কুসংস্কার ও শাস্ত্রীয় কঠোর শাসন, জপ্রেম অধৰ্ম্ম এ সকল যাইবে না, সুতরাং পিতার আদেশে তজ্জন্য তিনি প্রস্তুত হইতে লাগিলেন। মূঢ়মতি জুডার আঙ্করিক স্বরবস্থা তাহার অগোচর ছিল না। নিস্তার পর্কের আর দুই দিন মাত্র বাকী আছে, শিষ্যের জিজ্ঞাসা করিল, “ প্রভু, আমরা কোথায় ভোজনের আয়োজন করিব ?” যিশু বলিলেন, “ নগরবাসী অমুক ব্যক্তির গৃহে বাও, গিয়া বল যে জামি সশিষ্য তথায় ভোজন করিব।” তদনুসারে নগরবাসী কোন গৃহস্থের এক দ্বিতল গৃহে ভোজনের আয়োজন হয়। ঘিণ্ড আপনার স্বাগত ভাব অনুসারে কোন কোন প্রাচীন প্রথার অনুসরণ করিতেন । কিন্তু তাহার আচরিত কোন ধৰ্ম্মানুষ্ঠান অসার কিংবা ভাববিহীন ছিল না। জেরুশালমের কোন কোন ব্যক্তি গোপনে তাহাকে শ্রদ্ধা ভক্তি করিত। যাহার বাড়ীতে তিনি শেষভোজন করেন সে ব্যক্তি র্তাহার এক জন হিতৈষী বন্ধু ছিল। 3 o