পাতা:ঈশাচরিতামৃত.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশাচরিতামৃত। هنا রুট এবং সমুদ্র সমান স্বর নিঃশেষিত হইল, তথাপি গ্রীষ্টের অমরত্বে কত্ত ব্যক্তি বঞ্চিত রহিয়াছে। যিশু আপনার স্বৰ্গীয় জীবনকে শিষ্যদিগের মধ্যে পুরুষ পরম্পরায় চিরপ্রতিষ্ঠিত রাখিবেন বলিয়া ইহা করিলেন, কিন্তু সাধারণ মানবগণের মদ্য মাংস আহারই সার হইল। দেশীয় খ্ৰীঃস্নানদল হয়তো এই উপলক্ষে স্বরাপান করিতে শিখিয়া থাকিবেন। ঘিণ্ডজীবনের রক্ত মাংস স্বরূপ ঐ স্বরা এবং রুট ; উহ! পান ভোজনে প্রক্তি আত্মাতে যিশুজীবন বৰ্দ্ধিত হয়, এক ঘিণ্ড ইইতে শত শত ক্ষুত্র যিশু জন্ম লাভ করে, তাহার ভাগবতী তন্ত্র মানবকুলের অঙ্গীভূত হইয়া যায়, ইহাই প্রকৃত তাৎপর্ঘ্য । এই আধ্যাত্মিক গভীর যোগের সত্যটি সম্পূর্ণরূপে অশ্রুতপূৰ্ব্ব মহাত্মা ঘিণ্ড ইহা প্রচার করেন।