ঈশাচরিতামৃত । قياسb করিয়া লেখ বুঝিতে পারিবে । ধান্তবিক জামি বলিতেছি, তোমরা কাদিৰে এবং খেদ করিবে, কিন্তু পৃথিবী জালাদিত হইবে। তোমাদের ছঃখের পরিণাম জানন্দ । নারীর প্রসব বেদমার সময় মনে কর কত ক্লেশ । কিন্তু যখন সে সন্তানের মুখাবলোকন করে তখন আর তাহার কোন ছুঃখই থাকে না। সেই রূপ আপাততঃ তোমাদের হুঃখ উপস্থিত হইবে, কিন্তু আমি আবার যখন জালিব তখন তোমরা আনন্দিত হইবে। সে জানন্দ কেহই হরণ করিতে পারিবে না। তখন আর তোমরা আমার নিকট কিছু চাহিৰেও না। যথার্থ কথা আমি বলিতেছি, আমার নামে পিতার নিকট তোমরা যাহা কিছু প্রার্থনা করিবে তিনি তাহা দিবেন। এত দিন তোমরা আমার নামে কিছুই প্রার্থনা কর নাই, কিন্তু এখন তাহা করিলেই পাইবে এবং তোমাদের পুর্ণাননী লাভ হইবে । এই সকল বিষয় জামি তোমাদিগকে রূপক ভাষায় বলিলাম, কিন্তু স্কার সে রূপ বলিব না ; ইহার পর পিতাকে পরিষ্কাররূপে দেখাইয়া দিব । তৎকালে তোমরা আমার নামে প্রার্থনা করিবে জামি আর তোমাদের নিমিত্ত পিতার কাছে প্রার্থনা করিব না ; কারণ পিতা স্বয়ংই তোমাদিগকে ভাল বাসেন । পিতার নিকট হইতে আমি পৃথিবীতে আসিয়াছিলাম, এক্ষণে আবার এ স্থান পরিত্যাগ করিয়৷ প্তাহার নিকট যাইড়েছি।” শিয্যেরা এ কথা শুনিয়া বলিল, “হা, এখন তুমি সব প্রকাশ করিয়া ৰলিলে, ইহা আমাদের নিকট তুৰ্ব্বোধ্য নহে। এক্ষণে নিশ্চয় আমরা যুকিলাম, তুমি সমস্ত বিদিত আছ। তুমি যে ঈশ্বরপ্রেরিত তাহাও বিশ্বাস করি।” যিশু বলিলেন, “এখন তোমরা আমাকে বিশ্বাস করিলে ? তবে বলি শ্রবণ কর। সময় আসিতেছে এবং আসিয়াছে যখন তোমরা রক্ষকহীন মেষপালের ন্যায় দিগ্বিদিকৃ বিচ্ছিন্ন হইয়া পড়িবে, এবং আমাকে একাকী ফেলিয়। পলায়ন করিবে। কিন্তু আমি একাকী নহি, আমার পিতা আমার সঙ্গে আছেন । এই জন্য এ সকল বলিলাম, যে তোমরা আমাতে শাক্তি লাভ করিতে পরিবে। পৃথিবীতে কেবল বিপদ জার পরীক্ষা, কিন্তু তোমরা প্রফুল্ল চিত্ত থাক, কোন ভয় নাই, আমি পৃথিবীকে পরাজয় ৰুরিব।”
পাতা:ঈশাচরিতামৃত.djvu/৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।