পাতা:ঈশাচরিতামৃত.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেধূজিমেনির উদ্যান i জেরুশালমের পূর্বভাগে অলিভ বৃক্ষসমাকীর্ণ অলিভ পৰ্ব্বত, তাহার উপত্যক ভূমিতে গেধূজিমেনির উপবন। এই স্বরম গিরিশিখরে এবং উপবনাশ্রমে যিশু যোগৰিহারার্থ মধ্যে.মধ্যে গমন করিতেন। নাগরিক বিকৃতমনা লোকদিগের সহিত কুতর্ক বিতণ্ডা করিয়া যখন র্ত্যহার মন বড় অসুখী হইড, গৰ্ব্বিত ধৰ্ম্মাভিমানী পুরোহিত ও প্রধান পদস্থ যিহী দিগের অবিশ্বাস অভক্তি কপটাচরণে যখন তিনি আন্তরিক অশাস্তি অমুভব করিতেন তখন ঐ পৰ্ব্বতের উপরে গিয়া বসিয়া প্রাণ জুড়াইতেন। অনুমান ছয় মাসকাল, তিনি জুডিয়া দেশে প্রচার কার্ঘ্যে ব্রতী ছিলেন, কিন্তু এক দিনের জন্য কোথাও স্বর্থ পান নাই। মধ্যে মধ্যে কেবল নির্জন বনৰাসে একাকী পিতার নিকটে বসিয়া সকল দুঃখ দূর করিতেন। গেঞ্চ জিমেনির উদ্যান বিচিত্র বন্যপাদপে সমাবৃত ছিল, নির্জনতাপ্রিয় যোগার্থির পক্ষে উহা অতীব অমুকুল স্থান। ইহার অভ্যন্তরে অলিভূ ফলের ভৈল প্রস্তুত হইত। ঘোর নিশীথ সময়ে মেরীভনয় একাদশ শিষ্য সমভিব্যাহারে কেন্দ্রন নিবার পার হইয়া এই উপবনমধ্যে প্রবেশ করিলেন। রজনী জ্যোৎস্নাময়ী, প্রকৃতি দেবী স্পনাহীনা, কোথাও জনমানবের গতিবিধি নাই ; এক একবার কেবল নিদ্রিত পশু পক্ষীগণের অঙ্গ সঞ্চালন শব্দ শুনিতে পাওয়া যায়। যিশুর শোকাচ্ছন্ন মলিন মুখচন্দ্র দর্শনে আকাশের তারকাগণ যেন পাংশু বর্ণ হইয়া গিয়াছে, সুধাকর মধ্যগগনে বসিয়া কাপিতেছে। হায় । সে কাল নিশির কথা মনে হইলে কাহার প্রাণ না কাদিয়া উঠে। গভীর বিষাদে মুহমান নিদ্রাতুর সহচরগণকে পশ্চাতে লইয়া জগৎজীবন যিশু দুঃখভারাবনত মুখে চলিতেছেন। মৃত্যু অপরিহার্ঘ্য, তাহার আমুসঙ্গিক