পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদক্ষয়চন্দ্র গুপ্তের গ্রন্থাবলী । ፶ कांज अंटठ श्रण किडू, eरदां५-नकांब्र । কুমে ভৃঙ্গ পহিয়ে, কেতকী বিহার। অন্য ফুলে ফুলৰধু, তত্ব করে রস ' ' অঙ্গেতে ক্রমশ বাড়ে অমৃত অলস। ধনাশা-পিপাসা শাস্তি, ৰুরিবার তরে। এৱেশে পাতকপদ্মে, লোভসরোবরে ॥ ৰালকুট লম রস, পান করি তায়। ক্ষিপ্তপ্রায় জলিরায়, ইতুস্তত ধায়। ক্রোধ, কুচ্ছ কলছ কার্পণ্য কদাচার। চাপল্য, চাতুর্ঘ্য পরপীড় পরদার ॥ লালসা লাম্পট্য শাঠ্য চৌর্য মিথ্যাকথা । অমৃত আচার অবিচার নিষ্ঠুরতা । ইত্যাদি বিবিধ বৃক্ষ-বল্লি-শাখাদলে। ভ্ৰমিছে ভ্ৰামক ভৃঙ্গ, মধু আশা ছলে । কিন্তু সেই পুষ্পরস, দুষ্প, এ সংসারে । নিবৃত্তি-কাননে আছে, মায়াসিন্ধু-পারে। যে বনে বিরাজ জ্ঞানবাপী মনোহর। মধুর সলিল তাহে, অতি তৃপ্তিকর। তরল তরঙ্গে তার, কলিত কমল। সন্তোষ মুন্দর নাম, নিভ নিরমল ৷ সেই তামরসপূর্ণ মুখ-মুধারসে। রিবেকী মানসভৃঙ্গ, ভুঞ্জে নিরলসে ॥ চল ওরে মন মম, সেই রম্য ঘনে। কাজ নাই বিধভর বিষয় কাননে। হেররে নিবিড়তর, দুর্গম গহন। "মোহ-অন্ধকারাবৃত ঘোর দরশন। অতএব আয়ু জায় মানস আমার । . নিবৃত্তি-কাননে যাই, মায়ানী-পায় ॥ ংসার-সাজঘর । ৰাজীকর হয়ে কত, করিতেছ বাঞ্জী । যখন যে সাজ দেও, সেই সাজে সাজি । জানিতে না পারি কিছু কি সাজে কি সাজে। ,সাজা নয় সাজা চোর তোমার এ সাজে। সাজঘরে বোসে ভুমি, সাৰাংছ কত। আপনি লাজিয়া সাজ জ্ঞান হই হওঁ । সাজ পেয়ে নেচে উঠি, আপনার জাকে। কি ছিলাম কি হলেম, বোধ নাছি থাকে। নীলগিরি-চুড়ায় বসিয়া আছি এই। : দেখিতে দেখিতে আর, নীলাচল নেই। বুঝিতে না পারি কিছু, ইহার কারণ। কে আনি ধবলাচলে, করিল স্থাপন ? যে সাজ সেজেছি আগে, সেই সাজ কই ? এই আছি সবল অৰল কেন হই ? ভাল ভাল ইন্দ্রজাল, বাজী বটে জোর। দেখাতে দেখাতে বাজী, বান্ধী কর ভোর ॥ কিছু না দেখিতে পাই, শুধু গুনি গোল। কে সাজালে এই সাজ, কে বাজালে ঢোল ? কেমন কুহক বাজী, না পাই জাৰিয়া । জন্তরে লুকাওঁ কোথা, অন্তরে থাকিয় ? থেকে থেকে উড়ে যাও, পুষে কিসে রাখি । আমার অন্তরে থেকে, আমারেই ফাকি ! ধর ধর কবি কিন্তু ধরিতে না পারি। জানিলাম পোষী নও, মানিলাম হারি | তুমি যদি পোষা হয়ে, না মানিলে পোৰ। • আমার কি দোষ তায়, আমার কি দোষ? স্থিররূপে তুমি নাহি, বাস কর মনে। তুষিতে তোমায় কিসে পুষিব কেমনে ? ডুরী দিয়া বাধি যদি ঘটে ঘোর দায়। শিকল কাটিয়া কর, বিকল আমায় ॥ . আত্মপর । নিজ, পর ভেদ করা শক্ত অতিশয়। যারে বলি সহজ সহজ সেতে। নয় ॥ মনের তনয় মিত্র মনের ত নয় । ব্যাধি করি দেহে বাস দেহ করে ক্ষয় । বনবাসী তরুলতা ঔষধ হইয়া ! জীবের জীবন রাখে, ব্যাধি বিনাশিয়া ॥