পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ। অভাব রবে না, - অশিব হবে না, কুকথা কবে না কেহ। । সাপের গরল, নাম হলাহল, यााज्राप्त्व श्रभूङ झ्म्न । - ব্যবহার দোষে, সকলেই রোধে, স্বধা হয় বিষময় ॥ কর পরিহার,• অহিত আচার, বিহিত বিচার ধর । করিতে স্ব তিত, সুজন সহিত, সতত সুপথে চর । যে কোন সময়, যে কোন বিষয়, . হয় তব চুখ হেতু । সার কথা এই, দুখ নয় সেই, সমূহ মুখের সেতু ॥ ভবে ভগবান, * করুণানিধান, বিধান করেন যাহা । সেই সমুদয়, অতি সুখময়, কুশলপূরিত তাহা ॥ শরীর ধারণে, সুখের কারণে, * যদি ঘটে কিছু দুখ । তাহে রহে সুখে, এক গুণ দুখে, কোটি গুণে পাবে সুখ ॥