পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । কত বলে বলী, कुङ झर्दा झनि, কত ছলে আনি চাকি । যথায় তথায়, কথায় কথায়, কত জনে দিই ফাকি । দেখ এ নগরে. প্রতি ঘরে ঘরে, আমারে কেবা না জুনে ? আমা সম নাই, জয়ী সব ঠাই, আমারে কেরা না মানে ? সকলেই বস, ভবভরা যশ, দশ দিকে আছে গাথা । হুকুমে হাজির, উজির নাজির, বাদসার কাটি মাথ ॥ ব্রাহ্মণ পণ্ডিত, কুল-পুরোহিত, আর যত দ্বিজ আছে। ড্যাম্ ড্যাম্ সব, মুখে নাই রব, ভয়েতে আসে না কাছে ॥ “হট” বোলে উঠি, “বুট” পায়ে ছুটি, কেমন আমার ভাব । কত আমি গুরু, ওই দেখ গুরু, দিতেছে গোরুর জাব ৷ নিজ বল বল, নিজ দল দল, · • আপন আপনি জানি। ১৩