এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
రిe কবিতাসংগ্ৰহ । সকলের প্রতি কর, সরল প্রণয় । রসনারে কর বশ, বিভূগুণামৃত রস, পান করি লভে যশ, হবে কাল জয় ॥ জীবন জীবনবিম্ব স্থায়ী কভু নয় । দয়া ধৰ্ম্ম উপকার, কর নিজ অলঙ্কার, গলে পর চারুহার, বিশেষ বিনয় । মিছা ধন উপার্জন, ভবে ভাব নিত্যধন, স্মরণ করহ মন, মরণ নিশ্চয় । জীবন জীবনবিশ্ব স্থায়ী কভু নয় ॥ এক ভিন্ন নাহি আর, তিনি সংসারের সার, আত্মারূপে সবাকার, হৃদয়ে উদয় । অনিত্য বিষয় বিত্ত, নিত্যরূপে ভাব নিত্য, ভক্তি ভরে ভজ চিত্ত, নিত্য নিরাময় । জীবন জীবনবিশ্ব স্থায়ী কভু নয় ৯ అ=eoceరaocc রোজসই ৷ অহরহ, অহরহ, কত গত হয় । এই অঙ্ক, এই রন্থ, লোকে এই কয় ? রাত্রি দিন যুক্ত, ভুক্ত, কাল সমুদয় । দিন রাত্ৰি আছি আমি, মুখে পরিচয় ॥