এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৩২ কবিতাসংগ্রহ । ইচ্ছাধীন আহার না, চাহ কারে ঠাই। এরূপ সাধন করি, কোন ফল নাই ৷ জলদের মুখ চেয়ে, গগণেতে থাকে । শুনা যায় সঠিক, ফটিক জল ডাকে ॥ প্রাণাস্ত মহীর নীর, কতু নাহি লয় । চাতক চাতকী,তবে, যোগী কেন নয় ? t; বাহ্যিক বিষয়ে প্রায়, বাসনাবিহীন । লোকের সমাজে তুমি, সাজিয়াছ দীন ॥ ত্যজিয়াছ বসন, ভূষণ চারু বেশ । উলঙ্গ সন্ন্যাসী হয়ে, ভ্রম দেশ দেশ । পরিচ্ছদ পরিহারে, প্রাজ্ঞ হলে পর । উদ্ধার হইত কত, থেচর ভূচর ॥ স্বেচ্ছাধীন চিরদিন যথ তথা ভ্ৰমে । সুখ তে{গ আতিশয্য, নাহি কোন ক্রমে ৫ লজ্জাহীন দিগম্বর, নিজ ভাবে রয় । বনের গর্দভ তবে, যোগী কেন নয় ? স্বেচ্ছাচারী হয়ে তুমি, স্বেচ্ছাচার ধর । খাদ্যাখাদ্য কিছু নাহি, বিবেচনা কর । স্থণা কত, সুখে রক্ত, স্বমত প্রচার । কোনমতে নাহি কর, আচার বিচার ॥