এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত
কবিত্বা’
উপক্রমণিকা।
বাঙ্গল সাহিত্যে আর যাহারই অভাব থাকুক, কবিতাৰ অভাব নাই। উৎকৃষ্ট কৰুিতারও অভাব নাই—বিদ্যাপতি হইতে রবীন্দ্রনাথ পর্য্যন্ত অনৈক সুকবি বাঙ্গালায় জন্ম গ্রহণ করিয়াছেন, অনেক উত্তম কবিতা লিখিয়াছেন, বলিতে গেলে বরং বলিতে হয়, যে বাঙ্গালা সাহিত্য, কাব্যরাশি ভারে কিছু পীড়িত। তৰে আবার ঈশ্বর গুপ্তের কবিতা সংগ্রহ করিয়া সে বোঝ। আরও ভারি করি কেন? সেই কথাটা আগে বুৰাই। প্রবাদ আছে যে, গরিব বাঙ্গালীর ছেলে সাহেৰ হইয়া, মোচার ঘণ্টে অতিশয় বিস্মিত হইয়াছিলেন। সামগ্রীট। কি এ? বহুকষ্টে পিশীমা উাহাকে সামগ্রীট,