৪২ কবিতাসংগ্রহ। কিছুই না করিলাম, নিজ উপকার হে ॥ ভয় করি পর-ক্রোধ, অনুরোধ উপরোধ, জনমের পরিশোধ, হইল এবার হে ॥ আমি দ্বিজ, আমি মুচি, আমি পাপী, আমি গুচি, এ অরুচি, এই রুচি, দেশ-ব্যবহার হে ॥ মতে মতে দিয়া মত, সময় হইল গত, এখনো রাখিব কত, পাপ দেশাচার হে ॥ কেবা বিপ্ৰ, কেবা মুচি, কে অশুচি, কেৰা গুচি, দেখিতেছি মিছামিছি, এ সব ব্যাপার হে।। বৃথা করি পরিশ্রম, তোমার কৃপার ক্রম, বিনা এই ঘোর ভ্রম, হবে না সংহার হে ॥ অবিদ্যার ঘোর জোর, রজনী না হয় ভোর, কেবল করিছে সোর, চোর অহঙ্কার হে । , যতদিন শত্ৰ সবে, প্রবল হইয়া রবে, ততদিন এই ভবে, না দেখি নিস্তার হে ॥ বপুবাসে রিপুদল, প্রকাশ করিছে বল, ক্রমে সেই দলবল, হতেছে বিস্তার হে ৷ থাকিতে সরল সোজা, ন হইল সার বোঝা, ক্রমেই ভ্রমের বোঝা, হইতেছে ভার হে।। ञांभांब्र ८मर्थिग्नां फैौब, এখন মুদিন, দিন, তবে জানি ভক্তাধীন, করুণ অপার হে ॥ গত যত হয় ভাৰী, ততই ভাবেতে ভাবি
পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।