এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কবিতাসংগ্ৰহ । 8१ কেমন অজ্ঞান হোঁয়ে, আছে সব জীব । কখনো করে না মনে, আপনার শির ; নিজ ঘরে চুরি তার, শাসন না হয় । হরিতে পরের ধন, র্যাকুল হৃদয় । নিজ জ্ঞান আছে যার, মামুষ সে হয় । জ্ঞানহীন যত জীব, পশু সমুদয় ॥ প্রাতে করে মল মুত্র, সবে পরিহার। দিবা দ্বিপ্রহরে করে, সবাই আহার ॥ নিশিতে * * * পরে নিদ্রাযোগ । পশুতেও কোরে থাকে, এইরূপ ভোগ ॥ নর যদি রিপুজয়ী, জ্ঞানেতে না হবে। পঞ্চর সহিত তার, প্রভেদ কি তবে ? অীপনার দেহ অর্ণর, আপনার দারা । অনায়াসে রক্ষা করে, পশু পক্ষী য়ার II সে রড় বিষম নহে, কঠিন তো নয় । স্বভাবের ধৰ্ম্মে তাহ, সহজেই হয় । ক্রিয়াপাশে বদ্ধ সব, যে দিকেতে চাই । পরতত্ত্বপরায়ণ, দেখিতে না পাই ॥ ক্লানীরে মানুয় রোধে নমস্কার করি । মাথায় মুকুতা-হার, সেই করী করী ॥