পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । ৫৩ মিশনার। বথার্থ যে মূলধৰ্ম্ম, স্বতন্ত্র তাহার মৰ্ম্ম, কৰ্ম্ম হেতু নাহি ষায় জানা। নানা জাতি মানা মত, উদ্ধারের নানা পথ, জাতিভেদ ধৰ্ম্মভেদ নান ॥ পরমেশ কৃপাময়, এক ভিন্ন দুই নয়, সবার উপাস্ত হন ষিনি । শ্বেত, পীত, কৃষ্ণবর্ণ, নরনারী ষত বর্ণ, সকলের জাপকৰ্ত্তী তিনি ৷ এই যে অখিল বিশ্ব, স্থলরূপে হয় দৃশ্য, স্বপ্রকাগু শোভা অপরূপ । প্রকাশিয়া অকুরাগ, বহু খণ্ডে করি ভাগ, স্বজিল মনুষ্য বহুরূপ ৷ যত দেখ ছিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন ধৰ্ম্ম-চিহ্ন, র্তার সেই ইচ্ছা সমুদয় । ভিন্ন রূপ ভিন্ন ভাষা, ভিন্ন বোধ ভিন্ন আশা, কিন্তু তাহে নিজে ভিন্ন নয় ॥ ৰিফল বুদ্ধির ভুল, অতএব বলি স্থল, শুন ভাই মিশনরি মন ।