পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ - et; বিষয়ে সুখ নাই। : জন্মিলে মানুষ একা, সঙ্গী নাই কেহ । কেবল আপন প্রতি, আপনার স্নেহ । একের ভাবনা মাত্র, একরূপ বলে । মানুষের স্বভাবেতে, দুই পদে চলে ॥ . দ্বেষ-রাগশূন্ত মন, ক্ষুঃ কওঁ ন্যয় । আপনার সম দেখে, জীব সমুদয় ॥ সুখেতে ভ্ৰমণ করে, সন্তোষের বনে । সহজে সহজ ভাব, লাভ হয় মনে ॥ বিবাহ হইলে শেষ, ভাসে ক্লেশনীরে । দ্বিতীয় দেহের ভার, পড়ে এসে শিরে ॥ মনে হয় সার বোধ, আসার সংসার । হিতাহিত বিবেচনা, নুহি থাকে আর ॥ । রমণী-রঞ্জন হেতু, কামনার ফাঁদ। সংসার-সাগরে বাধে, বিষয়ের বাধ ॥ পূর্ণশশী সম শোভা, যুবতীর মুখে । ঘোর ক্ষুধা মুধা ভ্ৰমে, বিষ খায় মুখে ॥ * গ্ৰীবুদ্ধিঃ প্রলয়কী ” শাস্ত্রে এই বলে। চতুষ্পদ পশু প্রায়, চারি পায় চলে ॥ " অর্থের কারণ হয়, উপার্জনে মন । নানা ছল প্রতারণা, করে অন্বেষণ ।