এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কবিতাসংগ্রহ । ৰোধহীন সদ্য ক্ষীণ, ন বুঝে বিশেষ । দারুণ দুঃখের দশা, প্রাপ্ত হয় শেষ ॥ জন্মিলে সস্তান হয়, অন্য প্রকরণ। তৃতীয় দেহের চিত্তা, উদয় তখন ॥ লালন পালন হেতু, বিষম ব্যাকুল । অকুল চিত্তামর্ণবে, নাহি পায় কুল ॥ চতুষ্পদ নাহি থাকে, ছয় পদ হয়। পণ্ড ঘুচে কীট সম, হোয়ে শেষ রয় ॥ ভ্ৰমময় মায়াস্থত্রে, যুক্ত একেকালে । উৰ্ণনাভিঞ্চ বদ্ধ যথা, আপনার জালে | এইরূপে ক্রমে যত, বাড়ে পরিবার । মস্তকে ততই পড়ে, সংসারের ভার ॥ তখন অনেক ধনে, প্রয়োজন হয় । কোনরূপে নাহিরহে, কোনরূপ ভয় ॥ সমুদ্র লঙ্ঘন করি, অভয় অন্তরে। অনাসে ভ্রমণ করে, দেশ দেশাস্তরে ॥ বহুকষ্টে যদি কিছু, উপার্জন হয়। নানারূপ বিড়ম্বনী, ভোখে দময় ॥ রোগের প্রহারে যায়, ভোগের প্রয়াস । নতুবা শমন করে, জীবন বিনাশ ।
- উর্ণনাভি-মাকড়সা ।