পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

نونئ কৰিতাসংগ্ৰন্থ। । কেৱল শ্রুতির দোষে, হইল প্রমাদ। শ্রীতির হইলে দোষ, স্মৃতি কোথা রয় ? দর্শনে কি হবে জার, কিছু ভাল নয় ॥ আবার কি কথা গুনি, প্রকৃতির কাছে । তোমার নয়নে নাকি, দোয় ধরিয়াছে ? লোচনের সুর আর, না হয় মোচন । অন্ধ হোরে পোড়ে আছ, করিয়া শয়ন ॥ চারিদিকে আপনার, পরিবার যারা । মনিবায় হাহাকার, করিতেছে তারা । তুমি যদি অন্ধ হোয়ে, চক্ষু বুজে রবে । আমাদের দশায় কি, হবে বল তবে ? দৃষ্টিহীন যদি হয়, পিতার নয়ন । স্থতের সস্তাপ তবে, কে করে হরণ । ত্রিলোকের নেন'যিনি, নেত্ৰ নাই তার । কে আছে কাঁহার কাছে দাড়াইর জার ঃ উঠ উঠ, মিছে কেন, রলি রারে রারে । জেগে যে ঘুমায় তারে, কে জাগাতে পারে ? সমুভৰে বুঝিলাম, কাণ তুমি বটে। নতুবা কি আমাদের, দুঃখ এত ঘটে? দর্শনেতে এত যদি না হইত দোষ । মিয়ত থাকিত পূর্ণ, সন্তোষের কোষ। .