পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৌষ-পাৰ্বণ।


সুখের শিশির কাল,সুখে পূর্ণ ধরা । এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গভরা।। ধনুর তনুর শেষ, মকরের যোগ। সন্ধিক্ষণে তিন দিন মহা সুখ ভোগ। মকর সংক্রান্তি স্নানে জন্মে মহাফল। ধন্থর তমুর শেষ, মকরের যোগ । সন্ধিক্ষণে তিন দিন, মহা সুখ ভোগ । মকর সংক্রান্তি স্নানে, জন্মে মহাফল । মকর মিতিন সই, চল চল চল। সারানিশি জাগিয়াছি, দেখ সব বাসি । গঙ্গাজলে গঙ্গাজল, অঙ্গ ধুয়ে আসি। অতি ভোরে ফুল নিয়ে গিয়াছেন মাসী । একা আমি আসিয়াছি, সঙ্গে লয়ে দাসী । এসেছি বাপের কাছে, ছেলে মেয়ে ফেলে । রাঁধাবাড়া হৰে সব, আমি নেয়ে এলে।

ঘোর জাঁক বাজে শাঁক, যত সব রামা। 

কুটিছে তন্ডুল সুখে, করি ধামা ধামা।

বাউনি আউনি ঝাড়া, পোড়া আখ্যা আর।

মেয়েদের নব শাস্ত্র, অশেষ প্রকার । তুক্ তাক্ মন্ত্রতন্ত্র, কতরূপ খ্যাল । পাঁদাড়ে ফুলিচে শ্যাল্ , শ্যাল্ শ্যাল্ শ্যাল্। খোলায় পিটুলি দেন, হোয়ে অতি শুচি। ছ্যাঁক ছ্যাঁক শব্দ হয়, ঢাকা দেন মুচি। উনুনে ছাউনি করি, বাউনি বাঁধিয়া । চাউনি কর্ত্তার পানে, কাঁদুনি কাঁদিয়া।।