পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । ነጭ হাড়িকাঠে ফেলে দিই ধোৱে দুটা ঠাং। সে সময়ে বাদ্য করে ছ্যাড্যাং ছ্যাড্যাং ॥ এমন পীটার নাম যে রেখেছে বোকা । নিজে সেই বোকা নয় ঝাড়বংশ বোকা । ভ্রমণে যে ভাবোদয় নদনদী-পথে । রচিলাম ছাগ-গুণ যথা সাধ্যমতে ॥ প্রতিদিন প্রাতে উঠি কোরে শুদ্ধ মন। ভক্তিভাবে এই পদ্য পড়িবে যেজন ॥ বিচিত্র পুষ্পের রথে পাট পাট বোলে। সাতার পুরুষ তার স্বর্গে যায় চোলে । ബ് ബ്-അ বাবুচণ্ডীচরণ সিংহের খৃষ্টধৰ্ম্মানুরক্তি। যেখানেতে বালকের, বিপরীত মতি । সেখানেই মিশনরি, বলবান অতি ॥ পাতিয়া কুহকী ফাদ, ফেলিয়াছে পেড়ে। এমন মুখের গ্রাস, কেন দেবে ছেড়ে ? গাচপাকা মৰ্ত্তমান, বর্তমান চোকে । বুদ্ধি দোষে ছেড়ে দিয়ে, কেন যাবে ফোকে ?