পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । তুমি ত সুবোধ চওঁী, বৈষ্ণবের ছেলে । কোথা যাও মনোহর, মাল সাভোগ ফেলে ! হিন্দু হয়ে কেন চল, সাহেবের চেলে ? উদরে অসহ্য হবে, মাংস মদ খেলে ৷ ক্ষীর সর ননী খেয়ে, বৃদ্ধি কর কায় । বিধৰ্ম্ম-ডোবার জল, খেয়োনা হে ভায়ণ ॥ যদ্যপি আহার ৰুেত্ব, ইচ্ছা তোর হয়। আয় ভাই ঘরে আয়, কিছু নাই ভয় ॥ কত কারখানা করে, খেতে দিব খানা । গোটুহেল ডোন্ট ক্যার, কে করিবে মান ? সরপোটে বোলে খাব, খুসি মেরা খুসি । যদি কেহ কিছু বলে, ধরে দেগা ঘুসি ॥ আহার বিহারে ভাই, ভয় কার কাছে ? ধৰ্ম্মসভা নাছি লয়, ব্রহ্মসভা खदिष्ट्"्र আপন বিক্রমে হব, রুসীয়ার কিং । টেবিলে বসিব খেতে, হাতে দিয়া রিং ॥ গায়ত্রী করিব পাঠ, প্রতি বুধবারে । পাব নিত্য চিত্তরূপ, শরীর আগারে ॥ জ্ঞান অস্ত্রে কেটে দেহ, মায়া রূপ গওঁী । ভ্রমদণ্ডে দণ্ডী হয়ে, কেন হও দণ্ডী ? ' পূৰ্ব্ববৎ হিন্দু হও, যিগুমত থওঁী । হাড়িবী চণ্ডীর আজ্ঞা, ঘরে আয় চওঁী ॥