কবিতাসংগ্ৰহ । শিপের অগ্রভাগে, ঘাড় হেঁট করি । 2भ१ गांज श्रदशन, dौडेटमझे शब्रि ॥ ভজনা হইলে পর, উঠে দেন ছুট। ৷ সহিস বোলাও বগী, ড্যাম ড্যাম্ হুট । আলয়েতে আগমন, মনের খুসিতে । অঙ্গুলির অগ্রভাগ, চুষিতে চুষিতে ॥ পরস্পর নিমন্ত্রণ; কতরূপ খান । টেবিলের উপরেতে, কারিগুরি নানা ॥ বেষ্টিত সাহেব সব, বিবিরূপ জালে । আনন্দের আলাপন, আহারের কালে ৷ শক্তি সহ ভক্তিভাবে, খেয়ে মাংস মদ । হাতে হাতে স্বৰ্গলাভ, প্রাপ্ত ব্ৰহ্মপদ ॥ রসে মত্ত ছেড়ে তত্ত্ব, প্রেমতত্ত্ব লাভে । হোয়ে প্রত, নৃত্য গীত, বিপরীত ভাবে ॥ রণবেশী মিলিটরি, র্যত সব গোরা । মাটে, ঘাটে, হাটে, বাটে, মারিতেছে হোরা ॥ হুকুম জাহির করে, দাড়িয়া দাড়িয়া । বিবির লিবির জাক, শিবির গাড়িয়া ॥ চোট পাট জোট পাট আয়োজন কোরে । শ্ৰীমতীর শ্ৰীমুখেতে, আগে দেন ধোরে । বড় বড় সাহেবেরা, এইরূপ ভোগে । পেয়েছেন বড় মুখ, বড়দিন যোগে ॥
পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।