পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

念パり কবিতাসংগ্ৰহ। তেঁতুলেণগদী যেন, ফিরিঙ্গির বাক । স্বাচিনেকে দেখিয়া, তাদের ফোতো জাক। (আনাক্যষ্টি কার্ট, গৃহত্যাগী যারা। কত মুখ যাচিতেছে, নাচিতেছে তারা ॥ নীলু, বিলু, কালু, লালু, দলু, হুলু, হির । গল্প, খন্থ, হয়, তনু, হারু, আর ছির ॥ এদিকে দুঃখের দায়, মনে বোলে ফাসি । বাহিরে প্রকাশ করে,চড়কীর হাসি । ছেড়া পচা কামেজ, তাহার নাই হাতা । তাই পোরে বাবু হন, খালি কোরে মাতা । ভাঙা এক টেবিলেতে, ডিস্ সাজাইয়া । ঈগু-ভাবে গণনা খান, বাহু বাজাইয়া ॥ মনে মনে খেদ বড়, কান্না হয় রেতে । পরমান্ন পিটাপুলি, নাহি পান খেতে ॥ যে সকল বাঙালির, ইংলিস ফ্যাসন। বড়দিনে তাহদের, সাহেব ধরণ ॥ পরস্পর নিমন্ত্রণে, সুখের পঞ্চার । ইচ্ছাধীন বাগানেতে, আহার বিহার ॥ বাবুগণ কাবু নন, নাহি যায় ফ্যালা। চুপি চুপি, বহুরূপী, লুকাচুরি খ্যালা। দিশি সহ বিলাতির, যোগাযোগ নানা । কত শত আয়োজন, ইয়ারের খান ॥