পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত। 4

রামগোবিদের দুই পুত্র, (১) বিজয়রাম, (২) নিধিরাম। বিজয়রাম পণ্ডিত বলিয়া খ্যাত ছিলেন। সংস্কৃত ভাষায় র্তাহার বিলক্ষণ অধিকার ছিল। সেই জন্য তিনি বাচস্পতি উপাধি প্রাপ্ত হয়েন। তাছার একটা টোল ছিল, তথায় অনেক ছাত্র সংস্কৃত, সাহিত্য, ব্যাকরণ, কাব্য, অলঙ্কার প্রভৃতি উছার নিকট শিক্ষা করিও। তিনি সংস্কৃত ভাষায় কয়েক খানি গ্রন্থ এণয়ন করেন, কিন্তু তাহ প্রকাশিত হয় নাই।

কনিষ্ঠ নিধিরাম, আয়ুর্ব্বেদ চিকিৎসা শাস্ত্রে বিলক্ষণ বুৎপত্তি লাভ করিয়াছিলেন। তিনি কবিভূষণ উপাধি পাইয়াছিলেন। নিধিরামের তিনটা। পুত্র জন্মে, (১) বৈদ্যনাথ, (২) ভোলানাথ, এবং (৩) গোপীনাথ।

গোপীনাথের এথম পক্ষের দ্বিতীয় পুত্র হরিনারায়ণ দাসের ঔরষে শ্রীমতী দেবীর গর্ভে (১) গিরিশচন্দ্র, (২) ঈশ্বরচন্দ্র, (৩) রামচন্দ্র, (৪) শিবচন্দ্র এবং একটী কস্ত। জন্ম এণ্ড্র করেন।

ঈশ্বরচন্দ্র, পিতার দ্বিতীয় পুত্র। তিনি ১৭৩৩ শকেৰ ৫ বাঙ্গালা ১৭১৮ সালে) ২৫ এ ফন্তনে শুক্রবারে কাচরাপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন।

গুপ্তের। তাদৃশ ধনী ছিল না; মধ্যবিত্ত গৃহস্থ। পৈত্রিক ধান্তক্ষেত্র, পুষ্করিণী, উদ্যান, এবং বাইয়তি জমির আয়ে