এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
X >8 কবিতাসংগ্রহ। বাঘের গোবধে কি ভয় ? প্রজা নাহি রয়, তারা খেলে খেলে সব, ধোরে খেলে। শন ওগো কৃপামই, মনের দুখ কই, ওমা, আমরা কি কেউ নই, তোমার ছেলে ? জপি দিবস রজনী, জননী জননী, ঠেলে না চরণে, কেলে বোলে | মাগো, করি সুবিচার, সুত সবাকার, ঘুচাও হাহাকার, কোয়ে বোলে। দেশে বড় ডামাডোল, উঠেছে এই বোল, নিলে, নীলে নিলে, সকল নিলে । পঞ্চম গীত । ( রাম প্রসাদী সুর । ) সেগা, চের আছে তোর রাঙা ছেলে । আছে আছে গো, সেই বিলাতে, মা ! চের আছে তোর, রাঙা ছেলে । হেথা আস্বনি কি তাদের ফেলে ? এই জগৎ শুদ্ধ সবাই তোমার , দেখতে হয় মা নয়ন মেলে ।