এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কবিতাসংগ্রহ । సిపి 3 যদি অনাথ বামুন হাতপেতে চায়, ঘুসি ধোরে ওঠেন তৰে ! বলে, গতোর অাছে, খেটে খেগে, তোর পেটের ভারকেট ববে ? স্বাদের পেটে হেড়শ, মেজাজ টেড়t, তাদের কাছে কেট চাবে ? বলে, জে। বাঙালি, ড্যাম, গো টু হেল, কাছে এলেই কোৎকা থাবে A আমি স্বপনে জানিনে বাবা, অধঃপাতে সৰাই যাবে । হেীয়ে ছিদ্ধর ছেলে, ট্যাসের চেলে, টেবিল পেতে খান খাবে । এরা বেদ কোরাণের ভেদ মানে না, খেদ কোরে আর কে বোঝাবে ? দুকে ঠাকুর ঘরে* কুকুর নিয়ে, জুতোপায়ে দেখতে পাবে। হোলো কৰ্ম্মকাণ্ড, লণ্ড ভণ্ড, হিছয়ানী কিসে রবে ? যুত দুধের শিশু, ভোজে ঈশু, ডুবে মোলো ডবের টবে। আগে মেয়ে গুলো, ছিল ভালো, ব্ৰত ধৰ্ম্ম কোর্তে সবে ।
- }