পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ پو(Sلا কবিতাসংগ্ৰহ। "ধৰ্ম্মতলা" ধৰ্ম্মহীন, গোহত্যার ধাম। "ফ্রেণ্ড অব ইণ্ডিয়া” সেরূপ তব নাম ॥ বিশেষ মহিমা আমি, কি কহিব আর । "ফ্রেও” হয়ে, ফ্ৰেণ্ডের, খেয়েছ তুমি আর (R ) ॥ কত ভাব ধর তুমি, কত ভাব ধর । রাজায় করিলে খুন, গুণ গান কর। ভ্ৰমিতে অষ্ঠায় পথে, কিছু নাহি ভ্রম। বম্ বম্ বম্, বব, বম্ বম্ বম্। কিসে তুমি কম ? বাজাও ব্রিটিস শিঙ্গে, ভম্‌ ভম্‌ভম্। বম্ বম্ বম্, বব, বম্ বম্ বম্ ॥ কালো তুমি শাদা কর, শাদ কর কালে । আলো কর অন্ধকারে, অন্ধকারে আলে৷ ৷ স্থলেরে আকাশ কর, অকাশেরে স্থল। । জলেরে অনল কর, অনলেরে জল ৷ কাচারে বানাও পাকা, পাকা কর র্কাচা । সাচারে বানাও বটে, ফুটাে কর সাচ । কাঙ্গালির দুখদাতা, বাঙ্গালীর যম্। বম্ বম্ বম্, বব, বম্ বম্ বম্। কিসে তুমি কম ?