এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কবিতাসংগ্ৰহ । $8& অনিল করিছে বৃষ্টি, প্রবল অনল । দে জল দে জল বাবা, দে জল দে জল ৷ জলদে জলদে বাৰা, জলদেরে বল । দে জল দে জল বাবা, দে জল দে জল ৷ উপরে চাহিয়া দেখ, পার্থী কি প্রকার । শাখার উপরে করে, পাখার প্রহার ॥ কাতর হইয়া কত, কঁাদিতেছে দুখে । অবিরত, হা জল যো জল, বলে মুখে ॥ ক্ষণ মাত্র নীচু পানে, নাহি চায় ফিরে । উৰ্দ্ধমুখে ডেকে ডেকে, গলা গেল চিরে ॥ তবু ঘন নাহি হয়, সদয়হৃদয় । খেয়েছে কাণের মাথা, নীরদ নিদয় ॥ পিপাসায় মারা যায়, চাতকের দল । দে জল দে জল বাবা, দে জল দে জল ॥ জলদে জলদে বাবা, জলদেরে বল । , দে জল দে জল বাবা, দে জল দে জল ৷ অtহার প্রহার সম, নাহি রোচে কিছু । দাতে কেটে, খু করে, ফেলিয়া দিই নিচু ॥ `ඵ.