এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৪৬ ৷ কবিতাসংগ্ৰহ । পাত পেতে, ভাত খেতে, বিষ বোধ হয় । ডাল কোল যাহা মাখি, কিছু ভাল নয় ॥ স্বধু মাত্র, বেছে খাই, অম্বলের মাছ। নিকটে না আনি আর, কম্বলের * গাছ ॥ কেবল অম্বল রস, সম্বল করিয়া । পেটের ধম্বল পাড়ি, টম্বল ধরিয়া ॥ তবু পোড়া দেহ মম, না হয় শীতল। দে জল দে জল বাবা, দে জল দে জল ॥ জলদে জলদে বাবা, জলদেরে বল । দে জল দে জল বাবা, দে জল দে জল ॥ - ο και গ্রীষ্ম করে বিশ্বনাশ, দৃপ্ত ভয়ঙ্কর। স্বষ্টি আর নাহি হয়, দৃষ্টির গোচর ॥ শার্থীপরে অাখি মুদে, আছে পার্থী সব। চরে আর নাহি চরে, নাহি কলরব ॥ কোকিল কাতর হয়ে, কাননে ভ্ৰমিছে । ডেকে ডেকে হেঁকে হেঁকে, গলা ভাঙ্গিতেছে বিরল বিপিন মাঝে, সার করি গাছ । ধৰ্ম্মিক হইয়া বক, নাহি ছোয় মাছ।
- ভেড়া ও মটনাদি ।