পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । $84. ভূতল ফুড়িয়া তাপ, পোড়ায় নিতল । দে জল দে জল বাবা, দে জল দে জল ॥ জলদে জলদে বাবা, জলদেরে বল । দে জল দে জল বাবা, দে জল দে জল ॥ - ভাবি মনে স্নিগ্ধ হব, সরোবরে নেয়ে । পুকুরে ফুকুরে কাদি, জল নাহি পেয়ে ৷ সে জলে অনল জ্বলে, পুড়ে হই থাক । ডুব দিয়ে ভূত সাজি, গায়ে দেখে পাক ৷ কত জল খাই তার, নাহি পরিমাণ । ডাগর হইল পেট, সাগর সমান ॥ বোতলের ছিপি খুলে, যদি খাই সোদা । তার তার বোদা লাগে, মুখ হয় জোদা ॥ উদরে খেলিয়া ঢেউ করে কল কল । দে জল দে জল বাবা, দে জল দে জল ॥ জলদে জলদে বাবা, জলদেরে বল । দে জল দে জল বাবা, দে জল দে জল ৷ e উপবনে উপভোগে, ইচ্ছা সবাকার । কিন্তু হয় উপবাসে, উপবাস সার ॥