পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ֆ8Ե কবিতাসংগ্ৰহ । তুলিয়া প্রফুল্ল ফুল, নিলে তার বাস । অনলের আভা এসে, নাকে করে বাস ॥ উমা আর উষসিতে, তরুতলে বাস । কিঞ্চিৎ শীতল হয়, ফেলে দিলে বাস ॥ গুণগুণ, গুণ ভুলি, আছে অন্ধকারে । অলি আর বলী নয়, কলি দলিবারে ॥ হইল সুবাসস্থত, কমলের দল । দে জল দে জল বাবা, দে জল দে জল ৷ জলদে জলদে বাবা, জলদেরে বল । দে জল দে জল বাবা, দে জল দে জল ৷ eωπ--ακαή মাট আছে কাঠ হয়ে, ফুটিফাট মাটী । কোথা জল, কোথা হল, কোথা তার পাটি ॥ হোয়ে চাষ, আশাহারা, হায় হtয় বলে । কাদিয়। ভিজায় মাটী, নয়নের জলে । শস্তচোর গ্রীষ্মব্যাট, দম্য অতিশয় । কৃষির কল্যাণ-কথা, কৰ্ভু নাহি কয় ॥ কপালে আঘাত করে, নীলকর যারা । রবি-করে সারা হেীয়ে, মারা গেল চার ॥ আকাশ চাহিয়া আছে, কাছে রেখে হল । দে জল দে জল বাবা, দে জল জে জল ৷