পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ষার অধিকারে গ্রীষ্মের প্রাদুর্ভাব। প্রতিদিন পোড়া জল, হয় হয় হয়না । ঘোর রিষ্টি নাহি বৃষ্টি, স্মৃষ্টি আর রয়ন ॥ যাই যাই বিনা কেহ, কোনো কথা কয়না । উন্থ উহু বাপ বাপ, তাপ আর সয়ন ॥ বরুণ করুণ হোয়ে, কৃপাভার বয়ন । জলধর চাতকের, তত্ত্ব আর লয়ন ॥ সধবা বিধবা সাজে, ফেলে দিয়ে গয়না । গ্রীষ্মে হোলো তপস্বিনী, যত সব ময়ন ॥ মিছেমিছি করি জাক, মিছেমিছি ছাড়ি হাক, মিছে ডাক্‌, শরদের প্রায় । কোথায় বৃষ্টির পতি, কি হবে স্বষ্টির গতি, চলেন। দৃষ্টির গতি হায় । কে কহে আষাঢ় মাস, খেতেছে গায়ের মাস, রসকস কিছু নাহি মুখে । অবনী সরসা নয়, কেমনে ভরসা হয়, दब्रशां दत्वषा भांरब्र दूक ॥