পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৪ কবিতাসংগ্রহ । ধনির মুখের ধ্বনি, নিয়ত নিকটে ধনী, নাহি মাত্র মনের বিকার। ভাল গাড়ী, ভাল বাড়ী, প্রতি হাতে মারে আড়ী, মনোমত আহার বিহার ॥ স্থিরভোগে স্থিরবুদ্ধি, স্থির যোগে স্থির শুদ্ধি, পাত্রে পাত্রে পাত্রের বিচার । সদা তায় সদাচার, আচারে কি কদাচার, লোকাচারে মিছে ব্যভিচার ॥ দীন তাহা কোথা পান, স্বধুমাত্র জলপান, তুড়ি সার মুড়ি নাই মুখে । টাকা বিনে হতবুদ্ধি, কিসে ৰল হবে শুদ্ধি, ঘাস কাটি ধান ৰোনে ঢুকে ॥ বিদেশী ধর্মের ষাড়, ভরস। কেবল ভাড়, ভাগ্য দোষে তাও যায় ভেঙ্গে । বহু রাত্রে পেয়ে ছুটী, ছুটে আসে ছেড়ে কুটী, চৌকীদার ধরে চক্ষু রেঙ্গে । যত সব বিলসাধা, সকল শরীরে কাদা, জামা পাগ ভিজিল উদকে । বহুকেলে ছেড়া জুতা, পাইয়া বৃষ্ট্রির ছুত, একেবারে উঠিল মস্তকে ॥ " আমরা টোলের ছাত্র, নাহি জানি পাত্রাপাত্র জানি শুদ্ধ এক মাত্র পাঠ ।