এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কবিতাসংগ্ৰহ । , বাবুদের গেয়ে গুণ নাহি মাচ তেল লুণ, ভট্টাচাৰ্য্য দেন চাল কাট ॥ মরি এই বাদলায়, কেহ নাহি বাদলায়, পুতি পাতি সব যায় ভেসে । তিন মাস রুদ্ধপাঠ, ফিরে হাট ঘাট মাঠ, দেখে শুনে মরি হেসে হেসে } আমাদের স্বষ্টিধর, চিরজীবী অড়হর, আদসিদ্ধ তাই হয় পাক । পৈত্রিক সম্পত্তি বাদা, তাহার চিঙ্গড়ি দাদা, তাহে যুক্ত করি নটে শাক ॥ দুই সন্ধ । তাই খাই, মাঝে মাঝে গীত গাই, ধোবা বেটা ঘটায় প্রমাদ। রাত্রিকালে হাত বুকে, নিদ্রা যাই মহাসুখে, মিত্রজরে করি আশীৰ্ব্বাদ ॥ বরষা তোমার গুণ, . কি কহিব পুনঃ পুনঃ, বারিবাক্যে চরাচর ভাসে । কি আর তোমার ৰ্যাঙ্গ, দোসর হয়েছে ব্যাঙ্গ, দেখে রঙ্গ রাঢ় বঙ্গ হাসে ॥ আমরা বিপ্রের পুত্ৰ, ধরিয়াছি যজ্ঞসুত্র, • গুন ওহে ঋতুরাজ বাপ । জাতিধৰ্ম্মে ভিক্ষা করি, প্রাণে যেন নাহি মরি, চল ভেঙ্গে পড়ে ঘর চাপা । - Yo@