পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

در ۹ ز কবিতাসংগ্রহ । ঘুচিল কোটালি পায়া, ব্যঙ্গ লয়ে ব্যঙ্গ ভায়া, দিয়ে ভঙ্গ রসরঙ্গ সব । একেবারে সর্বনাশ, করিলেন জলে বাস, আর তার নাহি কলরব | গগনের চারুশোভা, দিন দিন মনোলোভ}, নাহি আর অন্ধকাররাশি । R চকোরের তুষ্টিকর.. সুবিমল সুধাকর, রজনীর মুখে সদা হাসি ॥ কপূরে পূরিল বিশ্ব, সেই মত হয় দৃশ্য, সিতপক্ষ শারদ-নিশীয় । অথবা নিশিতে হেন, অকুমান হয় যেন, শরদ পারদ মাথে গায় ॥ প্রিয় দীরা তারা যারা, ছিল তারা পতিহার, শশী ঘেরি তারা সব জ্বলে । কিবা শোভা কব তার, মল্লিকা ফুলের হার, শোভে যেন স্ফাটিকের গলে । নিৰ্ব্বল হইল জল, রাজহংস কল কল, সরোবরে করে অনুক্ষণ । এত দিবসের পরে, নয়ন রঞ্জন করে, হৃদয়রঞ্জন এ খঞ্জন ৷ शूलि जश्वलश, শতদল সুবিমল, কুমুদ কহলার শোভা করে ।