পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ । হয়ে অর্থ অনুরাগী, কেৰল অর্থের লাগি, অনাহারে ফেরে দ্বারে দ্বার ॥ দেখিলে সধন লোক, পড়িয়া কবিতা শ্লোক, সঙ্গে সঙ্গে আশীৰ্ব্বাদ দান । বাবুজী কল্যাণ হোক, সস্তান সুখেতে রোক, দাতা নাই তোমার সমান ॥ ধনে মানে কুলে শীলে, আর কি এমন মিলে, সব দিকে দেখি বাড়াবাড়ি । পূজার সংক্ষেপ দিন, বার্ষিকের টাকা দিন, কাল প্রাতে যেতে হবে বাড়ী । পুত্ৰ দুট শিশু অতি, কন্যাটীও গর্ভবতী, বাটীতে মায়ের আগমন । ব্রাহ্মণী একেলা ঘরে, কত দিক রক্ষণ করে, আমি গেলে ছুবে আয়োজন ॥ যজমান শিষ্য যারা, এবারে সিকস্ত তারা, কিছু মাত্র দেন নাই কেহ। ধান যাহা ছিল ক্ষেতে, হেজে গেল এক রেতে, ভাবিয়া বিশীর্ণ হয় দেহ ॥ ও বাড়ীর ঘোষ বাবু, হোমেছেন বড় কাবু, রায়েদের স্বপ্রতুল নাই । ইচি ইচে যে, তা তবে, বল কি উপায় হবে, শুধুহাতে কেমনেতে যাই ৪