পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । কেহ লয় শাস্তিপুরে, কেহ বা বাগড়ি ডুরে, কেহ কেহ লইল ঢাকাই ॥ বড় ধুম বড় ঘরে, সাটিনে কাচুলি করে, চুমকির কাজ তার মাঝে । 髒 张 锋 来源 铬 峰。 হেরি শশী শশধরে লাজে ॥ সকল শরীরে ভূষা, মূৰ্ত্তিমতী যেন উষ, পৌর্ণমাসী নিশি করি নাশ । বর্ণনে অক্ষম কবি, মলিন শশাঙ্কচ্ছবি, রবি যেন হতেছে প্রকাশ ॥ আকুলিত চারু কেশে, সেই ভুষ৷ সেই বেশে, ভূজপাশে বাধে যার কর । কোথ। অার স্বৰ্গবাস, তাহার দাসের দাস, ইন্দ্র চন্দ্র কাম পঞ্চশর ॥ তেমন কপাল নয়, মনে মাত্র সাধ হয়, রূপখানি দেখে মরে যাই ॥ বায়ন অগ্ৰেতে দিয়া, আয়না লইল গিয়া, যায়না তাহার শোভা বলা । লইল গোলাপি মিসি, ইচ্ছা হয় তাহে মিশি, আর কত পানের মসলা ॥ ঘুনসী প্রেমের ফাসি, লইলেক রাশি রাশি, যাহে ভাল বাসিবেক প্রিয়। ృbrఫి