এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
'సి' কবিতাসংগ্রহ। চাকুরীর মুখে ছাই, পার্থী হয়ে উড়ে যাই, নিবাসে রমণী-মণি যথা ॥ পড়িয়াছে তাড়াতাড়ি, কতক্ষণে যাব বাড়ী, কোন রূপে ধৈর্য্য নাহি মানে । সদাই সজল অাখি, উড়িয়াছে মন পার্থী, প্রেয়সীর প্রণয়-বাগানে । ধরেছে বাড়ীর টান, বিরহে কি রহে প্রাণ, কেবল বিচ্ছেদ মনে জাগে । গৃহে আছে ভালবাসা, প্রবাসের ভালবাসা, মনে আর ভাল নাহি লাগে ॥ ঘরের বিষম স্নেহ, সুস্থির না হয় কেহ, দহে দেহ শয়নে স্বপনে । নাহি সুখ একটুক, ঘোর দুখ ফাটে বুক, চাদমুখ সদা পড়ে মনে ॥ মনিবে না দেয় ছুটী, দিবানিশি ছুটাছুটি, কুটি গিয়া ছটফট করে। নাহিক মাতার ঠিক, কেমনে করিবে ঠিক, জমা লেখে খরচের ঘরে ॥ ছুটা লয়ে খাড়া খাড়া, ঠিকে পান্সি করি ভাড়া, বসে গিয়া নাবিকের কাছে। দুহাত না যেতে যেতে, বলে কত বিনয়েতে, মাঝি আর কত দুর আছে ?