এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
డిసె8 কবিতাসংগ্রহ । নিদ্রাহীর পরিহরি, দিবানিশি চালে তরি, ন মানে শিশির আর ধূপ ৷ জলে স্থলে বনে বনে, যত চোর দক্ষ্যগণে, নিজ নিজ ব্যবসায় রত । কারে কাটে কারে মারে, লুটে লয় ভারে ভারে, পথিকের প্রাণ কণ্ঠাগত h রামাগণ ঘাটে ঘাটে, স্নান করে নানা নাটে, দূরে থেকে নৌকা দেখে যদি । ভাবে পতি এলো ঘরে, উল্লাস-পবন-ভরে, ফেঁপে উঠে প্রেমানন্দ-নদী ॥ বলে দিদি যাই বাড়ী, কাড়িয়া নূতন ছাড়ি, তাড়াতাড়ি রাদি গিয়া সোই । চল শীঘ্ৰ চল চল, ফলিল ভাগ্যের ফল, ফলন আইল বুঝি ওই । . হোলে পরে কাছাকাছি, সবে করে অণচা অাচি, হেসে কহে কোন সীমস্তিনী । প্রাণসই তোরে কই, দেখ দেখ রসমই, বুঝি ওই আমাদের তিনি ৷ হেসে বলে কোন বুড়ী, মর মর ওলো ছুড়ী, ওষে বুড়ে আর কার পাপ । কেহ কহে দূর দূর, ওবাড়ীর বট ঠাকুর, কেহ কহে অমুকের বাপ ॥