পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ। । డిసి জুগি জোল মুচি হাড়ি, সকলেই যায় বাড়ী, তাড়াতাড়ী চলে মনোরথে। টাকা ছেড়ে থাবড়ায়, পার হয়ে হাবড়ায়, চলিয়াছে রেলওয়ে পথে ॥ হুগলীর যাত্ৰী যত, যাত্র করে জ্ঞানহত, কলে চলে স্থলে জলে সুখ । বাড়ী নহে বাড়াদুর, অবিলম্বে পায় পুর, হয় দূর সমুদয় চুখ ॥ তাদের পশ্চাতে দুখ, প্রথমে কিঞ্চিৎ সুখ, যাদের নিবাস দূর দেশে। রেড়ো ভেড়ে যত খেড়ো, ভাবিয়া নাবিয়া পেড়ে', হঁাটাইটি ফাটাফাটি শেষে ॥ আগেতে সাজিয়া বাবু, অবশেষে ঘোর কাবু, হবু খৰু তবু সাধ মনে । ছোটে কত কষ্ট সোয়েঞ্চ গৃহে গিয়া গৃহী হোয়ে, গৃহিণী দেখিৰ কতক্ষণে ॥ পশ্চিমের রেড়ো যত, পূবের বাঙ্গাল কত, শত শত চলিয়াছে পথে । কেহ গাড়ি কেহ ডুলি, কেহ বা উড়ায়ে ধূলি,

  • চোলে যায় নিজ মনোরথে ॥ এটে এটে তুলে এটে, যারা যায় পায় হেঁটে,

নাহি কোচ কা পিটে বোচক বোলে। ।