পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন১২৫৫ সালে শরদের আগমনে লোকের অবস্থা বৰ্ণন।। আইলেন ঋতুরায়, সবল শরদ । পরিধান পরিপাটী, ধৰ্বল গরদ ॥ दङ्गलांद्र थिग्न क्षुछू, नरश्न दद्रल । প্রিয়পাত্র প্রভাকর, কেবল খরদ ॥ তার দৃষ্টি ঘোর রিষ্টি, কিরণ জরদ। কার সাধ্য সহ্য করে, কে আছে মরদ । না দেখি প্রজার প্রতি, কিছুই দরদ। করপেতে করপেতে, হোয়েছে করদ ॥ অতিশয় পেয়ে ভয়, লুকায় নীরদ । অসহ্য সূর্য্যের তাপে, শুকায় ক্ষীরদ ॥ গ্রীষ্মরোগে নিজে ঋতু, খাইল পারদ । হইল কোন্দলকর্তা, সাক্ষাৎ নারদ । স্বভাবের দোষ হয়, কখন কি রোধ ? দেবখষি সম মুধু বাধায় বিরোধ।