এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ইe 3 কবিতাসংগ্রহ। আপনি স্বতন্ত্র থাকে, রাত্রি আর দিনে । নিদাঘ বরধ৷ হিম, দ্বন্দ্ব এই তিনে ॥ মাঝে মাঝে বরষা, প্রকাশ করে রিষ। কুলা প্রায় চক্র তায়, নাহিমাত্র বিষ ॥ ভীষ্মবৎ গ্রীষ্ম দিনে, বিষম প্রবল। রজনীতে ধরে হিম, ভীমসম বল ॥ স্বভাবের ভাবুস্তির, ভাবভর ভব। শরদের চিকু মাত্র, শুভ্রাকার নভ ॥ শশাঙ্কের শোভা বৃদ্ধি, লোকে এই ৰলে । সাক্ষী তার কুমুদিনী, ফুটিয়াছে জলে ৷ মধুভরে মনোলোভা, কিবা শোভা তার। ভূষার মুসার করে, উষার তুষার ॥ মনোহর সুধাকর, চারু কুর ধরে । নিরন্তর সুধার, সুধার বৃষ্টি করে। শরদের আগমনে,আনন্দ আভাস । পরমেশী পাৰ্ব্বতীর, প্রতিমা প্রকাশ ॥ রোগ শোক পরিতাপ, প্রতি ঘরে ঘরে । তথাপি পূজার হেতু, আয়োজন করে ॥ অমিবার হাহাকার, অর্থবলহত । ঋণগ্রালে বদ্ধ হোয়ে, অৰ্চনায় রপ্ত। স্বদেশ বিদেশবাসী, যত দ্বিজগণ । অর্থহেতু নগরে, করেন আগমন ।