পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘কবিতাসংগ্ৰহ । ર, e ૭ কোথায় হইব স্বর্থী, সুখের আশ্বিনে । রোদনের ধ্বনি হল, বোধনের দিনে ? রস রঙ্গ গীত বাদ্য, আমোদ প্রমোদ । রঙ্গভর বঙ্গদেশে, সমুদয় রোধ ॥ আশুতোষ আশুতোষ, সৰ্ব্বদোষহত । দান ধ্যান যাগ যজ্ঞে, অবিরত রত ॥ গত বারে তুমি তারে, হইয়া সদয় । সঙ্গে কোরে লয়ে গেলে, প্রাণের তনয় । দীন-দয়াময়ী দেবী, এই তব দয়া । করিলে বিজয়া-দিনে, গিরিশ-বিজয়া ! দেবপুরী অন্ধকার, তবু কেন দ্বেষ ? ধন নিয়া টানাটানি, করিতেছ শেষ ॥ ছিলেন অনাথ-নাথ, শ্ৰীদ্বারকানাথ । যার নাম স্মরণের্তে, হয় সুপ্রভাত ॥ তুলিতে তুলনা যার, তুলে কোথা রয় । হয় নাই, হবে নাই, হইবার নয় ॥ সতত সরল মনে, যার পরিবার । করেন কেবল সুখে, পর উপকার ॥ এমন ঠাকুরপুরে, মনস্তাপ দিলে। ভাসাইলে পৃথিবীরে, দুঃখের সলিলে ৷ এইরূপ ঘরে ঘরে, প্রতি জনে জনে । কোনরূপ সুখ নাই, মানুষের মনে ॥