পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ। :ቆፃ অপাের আনন্দ মনে, সহু সহচরগণে,

  • গান আরম্ভিল নানা সুরে । মন মুগ্ধ মিষ্টরবে, যেন তুম্বুরাদি সবে, সঙ্গীত সংযুক্ত সুরপুরে । রজনীতে ফুল বন, ছিল সবে অচেতন,

সুধাস্বরে হৈল স্নচেতন । প্রকাশিয়। পুষ্পচয়, হাস্ত করি সুখময়, সৌরভেতে পুরিল কানন। ফুটিল চম্পক-কলি, হেমছটা পড়ে গলি, কিবা কামিনীর কান্তিহর । मानिनीब मन आक,. जडि উগ্র গন্ধ তায়, লাভমাত্র ভৃঙ্গ-অনাদর ॥ দলকে দোপাটি দল, নানা রঙ্গ ঝল মল, শ্বেত রক্ত হিঙ্গুল পিঙ্গল। কোমল হৃদয় অতি, তাহাতে হিমের মতি, . হার রূপে শোভে সুবিমল ৷ ধরিয়া সুবেশ ছদ্ম, ফুটিতেছে স্থলপদ্ম, জলজের হরিতে গৌরব। কিন্তু কোথা মকরন, , কোথায় মোহন গন্ধ, কোথা মধুকর-মিষ্টরব ?