পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰছ । ミ.>Q。 নলিনী মলিনী মানে, বন্ধুবলহত । প্রেমানন্দে প্রস্ফুটিত, গাদাফুল যত । শশীস্বৰ্য্য তেজোহীন, রাজার প্রতাপে । আকাশে কেবল ভয়ে, খুর থর কাপে ৷ শাসন করিল খুব, চারিদিক রুকে । কার সাধ্য বাপ বাপ, জল দেয় মুখে ? জলের হয়েছে দাত, হাত দেওয়া দায় । স্নান পান দুই রুদ্ধ, খড়ি ਚੈੱਲੂ १jञ्झि ॥ দিন দিন দীন দিন, প্রাণ তার হরে। বিয়োগী বিনাশ হেতু, নিশা বৃদ্ধি করে । দীনের দারুণ দায়, দুঃখ যায় কিসে । দিন যায় নিশা তায়, নাছি কোন নিশে ॥ এ সময়ে নানারূপ, খাদ্য-সুখ বটে। কালগুণে কিন্তু তাহে, বিপরীত ঘটে। শীত-ভয়ে বেঞ্জ বলল, নাহি লয় চেয়ে । বঁাচে শুদ্ধ ফাকাফুকো, সুকে রূকো খেয়ে ॥ আচাবার ভয়ে কেহ, হাত নাহি খুলে । ইচ্ছা মনে যদি হয়, মুখে দেয় তুলে ৷ প্রচার হইল খুব, শীতের বিক্রম। করিয়া আসন জারি, শাসন বিষম ॥ সৰ্ব্বদা শরীরে দুঃখ, সুখ কিলে হরে ? বড় বড় বীর যত, জড়সড় সবে ,